রাজধানীর কাফরুলে বাসার ভেতরে ছুরিকাঘাত করে ফাতেমা (৩৫) নামের এক গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে।
ঘটনার পর থেকে তার দ্বিতীয় স্বামী পলাতক রয়েছে।
রোববার (২২মে) বেলা পৌনে ১২টার দিকে কাফরুলের ইব্রাহিমপুর ঈদগাঁ রোডের ৯৩৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, রোজার ঈদের কয়েক দিন পর ঈদগাঁ রোডের ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেয় ফাতেমা।
রোববার বেলা পৌনে ১২টার দিকে এক ব্যক্তি ওই বাসায় ঢুকে ফাতেমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এ সময় গৃহকর্ত্রী ফাতেমাকে বাঁচানোর চেষ্টা করে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ফাতেমার দ্বিতীয় স্বামী এই ঘটনা ঘটিয়েছে। দুই মাস আগেই ফাতেমাকে বিয়ে করেছিলো সে।
ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।