খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
সোমবার ( ২৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর হামলার নিন্দা ও গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিল শেষে শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. আফফান আলী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আদর্শিক মা, আমাদের আবেগের জায়গা। সুতরাং আমাদের আবেগ নিয়ে যেকোনো যড়যন্ত্রের চিন্তা করলেও এর পরিণতি হবে ভয়াবহ। এছাড়াও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বর্তমান সরকার ছাত্রদল সভাপতি শ্রাবণ ভাইসহ নেতাকর্মীদের ওপর যে হয়রানি, হুমকি, হামলা-মামলা বা গুম-খুন করছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তা নাহলে জাবি ছাত্রদলের নেতাকর্মীরা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মো. বাবর, শহীদ সালাম-বরকত হলের যুগ্ম আহ্বায়ক মো. আফ্ফান আলী, সাবেক যুগ্ম সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশ, শহীদ রফিক-জব্বার হলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম রোমান, ছাত্রদল নেতা সাইফ আল হাসান, মাজহারুল আমিন তমাল, ইনজামামুল হক তুহিন, সালমান আহমেদ, মেহেদী হাসান, রুবেল হোসেন , লিমন আহমেদ, রকি, ইমন, শিলন, কাওছার প্রমুখ।