ইউক্রেনীয় নিরস্ত্র এক বেসামরিক নাগরিককে হত্যার দায়ে রাশিয়ার এক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইউক্রেনের একটি আদালত।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর যুদ্ধাপরাধের দায়ে সোমবার (২৩মে) এই প্রথম কোনো রুশ সৈন্যকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তারা এই ঘটনায় উদ্বিগ্ন।
২১ বছর বয়সী ভাদিম শিশিমারিনকে সহায়তা করার উপায় খুঁজছেন জানিয়ে পেসকভ বলেন, আমাদের নাগরিকের ভাগ্য নিয়ে আমরা চিন্তিত।
দিমিত্রি পেসকভ আরো বলেন, সরাসরি তার (ভাদিম শিশিমারিন) স্বার্থ রক্ষার সুযোগ আমাদের নেই।
কিয়েভে আমাদের বৈদেশিক বিষয়ক প্রতিষ্ঠানের কোনো কার্যক্রম নেই। কিন্তু এর অর্থ এই নয় যে, আমরা অন্য কোনো চ্যানেলে চেষ্টা চালাব না।
তবে কোন চ্যানেলে তারা চেষ্টা চালাবেন সেটা স্পষ্ট করেননি তিনি।