logo
আপডেট : ২৪ মে, ২০২২ ১১:৫৩
যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি
নিজস্ব প্রতিবেদক

যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে জেলেনস্কি

ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ। গত ২৪ ফেব্রুয়ারি থেকে দেশটিতে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া।

এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি অঞ্চল ও নগরী নিজেদের দখলে নিয়েছে রাশিয়া। বর্তমানে ইউক্রেনীয় পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও ডোনেটস্কে ব্যাপক অভিযান চালাচ্ছে রাশিয়া।

এমন সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ অবসানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে ইচ্ছুক।

সোমবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভিডিও ভাষণে জেলেনস্কি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, পুতিনই একমাত্র রুশ কর্মকর্তা, যুদ্ধের অবসান কীভাবে করা যায়, সে বিষয়ে তার সঙ্গেই আলোচনা করতে ইচ্ছুক আমি।

একজন দোভাষীর মাধ্যমে জেলেনস্কি বলেন, “রাশিয়ান ফেডারেশনের সব সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট।

তাই আমরা যদি ব্যক্তিগতভাবে পুতিন ছাড়া অন্য কারো সঙ্গে এ যুদ্ধের সমাপ্তির বিষয়ে কথা বলি, তাহলে সিদ্ধান্ত নেওয়া যাবে না।”

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ছাড়া দেশটির আর কারো সঙ্গে কোনো ধরনের বৈঠকের বিষয়টি তিনি মেনে নিতে পারেন না।

জেলেনস্কি বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে একমাত্র পুতিনের সঙ্গেই আলোচনা হতে পারে।

অন্য কোনো বিষয়ে দেশটির অন্য কারো সঙ্গে বৈঠকের কোনো ভিত্তি নেই। সূত্র: আল-জাজিরা