logo
আপডেট : ২৪ মে, ২০২২ ১৪:১৪
বনশ্রীতে লরির চাপায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

বনশ্রীতে লরির চাপায় যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর বনশ্রীতে মেরামতের সময় তেলের লরি উল্টে গিয়ে হৃদয় (১৮) নামের এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩মে) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বনশ্রী এ ব্লক, মেইন রোডে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই যুবক হৃদয়ের মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, এ ব্লকে একটি বাড়ির সামনে রাস্তায় তেলের লরি মেরামত করছিলো হৃদয়সহ আরো ৩জন।

গাড়ির চাকা খুলে নিচে যগ লাগিয়েছিলো।

এ সময় গাড়িটির এক পাশে বসে কাজ করছিলো হৃদয়, আর ৩জন ছিলো গাড়ির নিচে।

তখন জগ পিছলে লরিটি একপাশে কাত হয়ে পড়ে যায়। আর তখনি নিচে চাপা পড়ে হৃদয়। তবে গাড়ির নিচে থাকা বাকিরা আঘাত পায়নি।

এদিকে, মৃত হৃদয়ের দুসম্পর্কের ভাই মো. মাঈন উদ্দিন জানান, তার বাড়ি ভোলা লালমোহন উপজেলায়।

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকাতে থাকতো সে। ওই এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করতো।

গত সোমবার বিকেলে গাড়ি মেরামত করার জন্য তাকে বনশ্রীতে নিয়ে আসে ওই লরি চালক। কাজ করার সময় দুর্ঘটনাবশত গাড়ির নিচে চাপা পড়ে সে।

প্রায় ২-৩ বছর ধরে সে এই কাজ করে আসছিলো।