logo
আপডেট : ২৬ মে, ২০২২ ০০:০০
বাতিঘরের নাটক ‘হিমুর কল্পিত ডায়েরি’ আজ

বাতিঘরের নাটক ‘হিমুর কল্পিত ডায়েরি’ আজ

জনপ্রিয় নাট্যদল বাতিঘর এবার আসছে তাদের অন্যতম নাটক ‘হিমুর কল্পিত ডায়েরি’ নিয়ে। বহুল আলোচিত এই নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন মুক্তনীল। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হতে যাচ্ছে নাটকটির নবম প্রদর্শনী।


একজন নওশাদ হাসান হিমু ওরফে হিমালয় হিমু, প্রথম যার কথা ২০১৩-এর ২৪ এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডিকে কেন্দ্র করে মানুষ জানতে পারে। এক উন্মাদনার বসে ধ্বংসস্তূপ থেকে আহত ও নিহত লোকজনকে উদ্ধার করেন তিনি। এরপর ২০১৯ সালের ২৪ এপ্রিল গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন হিমু।


হিমুর প্রয়াণের তিন বছর অতিবাহিত হতে যাচ্ছে। হিমুকে কেন্দ্র করে এই নাটকের মধ্য দিয়ে সমাজের নানাবিধ বিচারহীনতার বাস্তব রূপকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বাতিঘর। নাটকটিতে অভিনয় করেছেন সাদ্দাম রহমানসহ বাতিঘরের নাট্যকর্মীরা। সংগীতে রয়েছেন মুহাইমিন অঞ্জন এবং আলোক প্রক্ষেপণে রয়েছেন তানজিল আহমেদ।

এ ছাড়া মাংকি ট্রায়াল, ঊর্ণাজাল, র‌্যাডক্লিফ লাইনসহ বেশকিছু আলোচিত নাটক রয়েছে বাতিঘরের ঝুলিতে।