logo
আপডেট : ২৯ মে, ২০২২ ১০:৪৭
বরিশালে সড়ক দুর্ঘটনা: নিহত বেড়ে ১০
বরিশাল ব্যুরো

বরিশালে সড়ক দুর্ঘটনা: নিহত বেড়ে ১০

গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেহগনি গাছের সাথে ধাক্কা দেয়

ঢাকা-বরিশাল মহাসড়কে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এখন পর্যন্ত শিশুসহ ১০ যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে ঘটনাস্থলে ৯ জন ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, যমুনা লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যা‌চ্ছিল। পথিমধ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সানুহার-বামরাইলের মাঝ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেহগনি গাছের সাথে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ বাস থেকে বের করা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। উদ্ধারকাজ চলছে।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মোঃ জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন৷