আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেছেন, বিএনপি আগুন দিয়ে মানুষ মেরে ক্ষমতায় আসতে চেয়েছিল।
সেই চেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা ব্যর্থ করে দিয়েছেন।
রোববার (২৯ মে) লালমনিরহাট সার্কিট হাউস মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘বিএনপি-জামায়াত দেশে ১ হাজার গাড়ি পুড়িয়েছে, ৩ হাজার গাড়ি ভাঙচুর করেছে।
এতে শতাধিক চালক আহত হয়েছেন। (তারা) কাউকে পুড়িয়ে মেরেছে, কাউকে পুড়িয়ে জীবন দুর্বিষহ করে তুলেছে।’
যেসব বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ছাত্রদলের ছেলেদের সহযোগিতা করেন তারা রাজাকারের সন্তান মন্তব্য করে তিনি বলেন, ‘যারা মায়ের সামনে মেয়ের সম্ভ্রম নিয়েছে, যারা নির্যাতিত মা-বোনের চিৎকার শুনে অট্টহাসি দিয়েছে, বিএনপি ওই যুদ্ধাপরাধীদের ক্ষমতার মসনদে বসিয়ে পুনর্বাসন করার চেষ্টা করেছিল।
তাদের সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে।’
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ টি এম সুলতান আহম্মেদ, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক প্রমুখ।