অনেক স্বপ্ন নিয়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছিলেন নেইমার। তার সে স্বপ্ন পূরণ হয়নি, পিএসজি’র স্বপ্নও পূরণ হয়নি। যার ফলে নেইমার ও পিএসজির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্বকে আরো দীর্ঘায়িত করতে চায় ফ্রেঞ্চ ক্লাবটি। ছেড়ে দিতে চায় নেইমারকে। কিন্তু এখনই নেইমার পিএসজি ছাড়তে চান না। আরো অন্তত একটা মৌসুম মেসির সঙ্গে থাকতে চান। তার বিশ্বাস আগামী মৌসুমে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ে তিনি সহায়তা করতে পারবেন।
ইএসপিএনকে একটা সূত্র জানিয়েছে, নেইমারের যা ইচ্ছা হোক না কেন ব্রাজিলিয়ান তারকাকে বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত পিএসজি। তবে নেইমারকে বিক্রি করার ব্যাপারে পিএসজিকে তার বেতনের বিষয়টাও খেলতে রাখতে হচ্ছে। বছরে প্রায় ৩৫ মিলিয়ন ইউরো খরচ করতে হচ্ছে পিএসজি। তার বেতনের বিষয়টা যখনই চোখে পড়বে তখনই অনেক ক্লাব তাকে কেনার আশাটা ছেড়ে দেবে।
পিএসজির সঙ্গে নেইমারের আরো তিন বছরের চুক্তি রয়েছে। এ সময়ে নেইমার পিএসজিকে আরো বেশি ট্রফি জয়ের সাহায্য করতে চান বলে জানিয়েছেন। এ সম্পর্কে নেইমার বলেন, ‘আমরা লক্ষ্য সবসময় এক। সম্ভাব্য সব ট্রফিই জয়ই আমার লক্ষ্য। ভালো খেলা এবং বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয় আমার লক্ষ্য। আগামী মৌসুমে এটাই আমার লক্ষ্য। আর এটা পিএসজিতে থেকেই হবে। পিএসজির সঙ্গে আমার এখনো চুক্তি রয়েছে। সুতরাং আর কোনো বিকল্প পছন্দ করার সুযোগ নেই। অবশ্যই পিএসজির সঙ্গে থেকেই আমি লক্ষ্য অর্জন করবো।’
এমবাপের বিষয় নিয়েও কথা বলেছেন নেইমার। কেননা এমবাপে পিএসজিতে থাকার সিদ্ধান্ত নেওয়াতেই নেইমারের ভবিষ্যত টালমাটাল হয়ে পড়েছে। এমবাপের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানতেন না বলেও জানিয়েছেন নেইমার। তিনি বলেন, ‘এমবাপের বিষয়ে কি হচ্ছে তা আমি জানতাম না। চূড়ান্ত ঘোষণার আগের দিন জানতে পারি। যাহোক এমবাপে পিএসজিতে থাকায় আমি খুশি। আমার বিশ্বাস পিএসজির পরিকল্পনায় সে গুরুত্বপূর্ণ। আরো কয়েক বছর পিএসজি থাকলে তার ক্যারিয়ারের উন্নতি হবে।’
এমবাপেকে নিয়ে নেইমার আরো বলেন, ‘হয়তো ভবিষ্যতে তার মন পরিবর্তন হবে এবং অন্য ক্লাবে খেলার ইচ্ছাটা প্রবল হবে। তবে এ মূহুর্তে সে যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। এমবাপের মতো একজন খেলোয়াড় দলে থাকা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ।’
নেইমার তার সতীর্থ লিওনেল মেসিকে নিয়েও কথা বলেছেন। ক্যানাল প্লাসের সঙ্গে সাক্ষাতকারে তিনি বলেন, প্রথম মৌসুমে মেসিকে সমর্থকদের সন্তুষ্ট করতে পারেনি। তবে মেসির খেলার সঙ্গে মানিয়ে নিতে সতীর্থদের আরো পরিশ্রম করতে হবে।
নেইমার বলেন, মেসি লম্বা একটা সময় বার্সেলোনায় কাটিয়েছে। ফলে পিএসজিতে এসেই মানিয়ে নিতে একটু কষ্টকর। সতীর্থ ও পছন্দের শহর পরিবর্তনের পর মানিয়ে নেওয়ার জন্য সময়ের দরকার হয়। এটা ঠিক যে, সে এখানে একা আসেনি। তার পরিবারও আছে। এখানকার ভাষা ভিন্ন। ফলে কিছুটা সমস্যা হওয়াটাই স্বাভাবিক। পিএসজির খেলার একটা ধরণ রয়েছে। তাছাড়া মেসি যেভাবে খেলে থাকে তার সঙ্গে মানিয়ে নেওয়াটা একটু কঠিন। যাহোক, মেসি ও এমবাপেকে অবশ্য তাদের পারফরম্যান্স, পরিসংখ্যান ও শিরোপা দিয়ে বিবেচনা করতে হবে। আমরা আমাদের দায়িত্ব সম্পর্কেও অবগত। আর এ কারণেই আমরা সবসময় আমাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকি।’