logo
আপডেট : ৩১ মে, ২০২২ ১৮:১৫
পাকিস্তান-উইন্ডিজ সিরিজ
রাজনৈতিক কারণে ভেন্যু পরিবর্তন
ক্রীড়া ডেস্ক

রাজনৈতিক কারণে ভেন্যু পরিবর্তন

জুন মাসের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৮ জুন থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারী দেশটি। ওয়ার্ল্ডকাপ সুপার লিগের অংশ হিসেবে দল দুটি এ সিরিজে অংশ নিচ্ছে। তবে সিরিজের শুরুতেই ছোট্ট একটা ধাক্কা লেগেছে। পাকিস্তানে রাজধানী ইসলামাবাদে রাজনৈতিক অস্থিরতার কারণে ম্যাচের ভেন্যুতে পরিবর্তন আনতে হয়েছে। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজ সব ম্যাচগুলো। কিন্তু রাওয়ালপিন্ডি ইসলামাবাদের কাছাকাছি হওয়ায় ম্যাচের ভেন্যু সরিয়ে তা এখন মুলতানে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী রাজধানীকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। গত ২৫ মে থেকে ইমরান খানের বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে সামনের দিনগুলো রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠবে। আর সে কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। মুলতান খেলা হলেও তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে। কেননা মুলতান পাকিস্তানের সবচেয়ে উত্তপ্ত শহর। তিন ম্যাচের সিরিজ ৮ জুন শুরু হবে। ১০ জুন দ্বিতীয় ম্যাচ। আর তৃতীয় ম্যাচের তারিখ ১২ জুন। আর এ সময়টা পাকিস্তানে সবচেয়ে বেশি গরম পড়ে। আশঙ্কা করা হচ্ছে এ সময়ে ৪০ ডিগ্রি গরম থাকবে। এ গরমের কারণেই পাকিস্তান সাধারণত এ সময়ে কোনো ম্যাচের আয়োজন করে না। এ সময়টা পাকিস্তান ক্রিকেট বোর্ড সাধারণত অনুশীলন ক্যাম্প চালিয়ে থাকে। আর এ অনুশীলনের জন্য তারা বেছে নেয় অ্যাবোটাবাদকে। খাইবার পাখতুনখোয়া অবস্থিত এ এলাকা মোটামুটি শান্ত প্রকৃতির।

গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড মুলতানে নারী ক্রিকেটের একটা ক্যাম্প চালানোর চেষ্টা করেছিল। শুরুও করেছিল। কিন্তু গরমের কারণে শেষ পর্যন্ত তা বাতিল করতে বাধ্য হয়। যা হোক, উইন্ডিজের বিপক্ষে ম্যাচগুলো দিবা রাত্রিতে অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় শুরু হবে। সিরিজ উপলক্ষে পাকিস্তান ১ জুন থেকে লাহোরে অনুশীলন ক্যাম্প চালু করছে। চার দিনের অনুশীলন ক্যাম্পে অংশ নেওয়ার পর ক্রিকেটাররা ৫ জুন মুলতানে যাবে। সিরিজে অংশ নেওয়ার জন্য ৬ জুন উইন্ডিজ ক্রিকেট দল ইসলামাবাদে পৌঁছাবে। পরে বিশেষ বিমানে তাদের মুলতানে নিয়ে যাওয়া হবে। মূলত পাকিস্তান-উইন্ডিজ ওয়ানডে সিরিজটি গত ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সে সময়ে করোনাভাইরাসের কারণে শুধু টি-২০ সিরিজে অংশ নেওয়ার পর উইন্ডিজ পাকিস্তান সফর স্থগিত করেছিল।