ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামীকাল ৩ জুন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে। ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার্থী এবং আগত অভিভাবকদের সহায়তায় বিনামূল্যে ‘জয় বাংলা বাইক সার্ভিস’, মোবাইল টয়লেট, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ার এবং ফাস্ট এইড চিকিৎসাকেন্দ্র সুবিধা রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
এছাড়া প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন হল ছাত্রলীগের পক্ষ থেকে পরীক্ষার পূর্ব রাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা করবে তারা।
বৃহস্পতিবার (২জুন) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এ সময় বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকদের সহায়তায় ছাত্রলীগের নিম্নোক্ত সুবিধা থাকবে :
বিভিন্ন পয়েন্টে স্থায়ী শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, শিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে বিনামূল্যে 'জয় বাংলা বাইক সার্ভিস’, ‘অভিভাবক ছাউনি’র ব্যবস্থা এবং সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নেয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, মোবাইল টয়লেটের ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ।
এছাড়া পরীক্ষাকেন্দ্র পরিচিতির জন্য ক্যাম্পাসে দিক নির্দেশনা চিহ্ন ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক, তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য 'প্রাথমিক চিকিৎসা কেন্দ্র’, মাস্ক, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ সুবিধা থাকবে।
প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিভিন্ন ছাত্র সংগঠন এবং জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতিগুলোর পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় নানা কার্যক্রম নিয়ে থাকে।
এবার ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট সকাল ১১ টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) সকাল ১১ টা থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।