logo
আপডেট : ৩ জুন, ২০২২ ১৪:৪৮
তুরস্ক এখন ‘তুর্কিয়ে’

তুরস্ক এখন ‘তুর্কিয়ে’

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় নাম পরিবর্তন করেছে তুরস্ক। দেশটি এখন থেকে ‘তুর্কিয়ে’ (Türkiye) হিসেবে পরিচিত হবে। তুরস্কের আনুষ্ঠানিক এক আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এ নামটি গ্রহণ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুজারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেফানে দুজারিক জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলুর কাছ থেকে মহাসচিব আন্তেনিও গুতেরেস বুধবার (১ জুন) একটি চিঠি পান। চিঠিতে Turkey নাম পরিবর্তন করে Türkiye করার অনুরোধ জানানো হয়েছে।

জাতিসংঘের মুখপাত্র জানান, চিঠি পাওয়ার পর নতুন নামের বিষয়টি কার্যকর করা হয়েছে।

এখন অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোতেও একই ধরনের পরিবর্তন আনতে অনুরোধ জানাবে তুরস্ক।

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত বছর থেকে তুরস্ককে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার অংশ হিসেবে ‘তুর্কিয়ে’ রাখার প্রচারণা শুরু করেন।

গত ডিসেম্বরে এরদোয়ান বলেন, তুরস্কের মানুষের সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধের সবচেয়ে ভালো বহিঃপ্রকাশ এবং প্রতিনিধিত্ব করার জন্য তুর্কিয়ে সর্বোত্তম। তুরস্কের বেশিরভাগ মানুষ এরই মধ্যে তাদের দেশকে তুর্কিয়ে হিসেবে জানে। তবে ইংরেজিতে করা ‘টার্কি’ নামটি আন্তর্জাতিক মহলে এবং দেশের ভেতরেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

গত বছর এরদোয়ান  নাম পরিবর্তনের ঘোষণা দেওয়ার পর থেকেই রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ‘তুর্কিয়ে’ শব্দটি ব্যবহার শুরু করে।