logo
আপডেট : ৩ জুন, ২০২২ ১৭:২৪
ইউপি নির্বাচনে আচারণবিধি লঙ্ঘন, তিনজনের কারাদণ্ড
বরগুনা প্রতিনিধি

ইউপি নির্বাচনে আচারণবিধি লঙ্ঘন, তিনজনের কারাদণ্ড

বরগুনার তালতলীতে উপজেলার শেষ ধাপের ইউনিয়ন নির্বাচনে ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় সরগরম পুরো উপজেলা। নির্বাচনকে কেন্দ্র করে আচারণবিধি লঙ্ঘন করায় তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাদিক তানভীর। উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুজ্জামান বাচ্চুর তিন সমর্থককে এই কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনি প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করে একাধিক মাইক, অফিসে আলোকসজ্জা ও মোটরসাইকেল সোভাযাত্রা করায় নিশানবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান বাচ্চুর তিন সমর্থককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকার আলতাফ হাওলাদারের ছেলে জাফর হাওলাদার (২৪), ইউনুস মিয়ার ছেলে হাসান (২৪) এবং একই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে রাব্বী (২৪)।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিশানবাড়িয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দুলাল ফরাজী।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন তপু বলেন, ‘নির্বাচনি আচারণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর তিন সমর্থককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তদের শুক্রবার সকালে কারাগারে পাঠানো হয়।’

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর বলেন, ‘তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ২০১৬ এর ৩১ ধারা লঙ্ঘণের দায়ে ৩ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’