logo
আপডেট : ৪ জুন, ২০২২ ১৫:২৭
ঢাবি ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হচ্ছে: উপাচার্য
ঢাবি প্রতিনিধি


ঢাবি ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হচ্ছে: উপাচার্য

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বক্তব্য রাখছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হচ্ছে। এটিই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য্য। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ মন্তব্য করেছেন।

শনিবার (৪জুন) ঢাবির খ-ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র কলাভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, 'আমাদের পরীক্ষাগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন কেন্দ্রে যথা সময়ে, যথারীতি শুরু হয়েছে। আমি এখানে দুটি কেন্দ্র পরিদর্শন করেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। শিক্ষার্থীরা পরীক্ষা ব্যবস্থাপনা, প্রশ্নের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। এই ইউনিটে এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে প্রায় সাড়ে ৫৮ হাজার শিক্ষার্থী। তার মধ্যে ঢাকা কেন্দ্রে প্রায় ২৭ হাজার,আর বাকী কেন্দ্রগুলোতে ৩১ হাজার। ভর্তি প্রতিযোগিতায় একটি আসনের বিপরীতে প্রায় ৩৩জন শিক্ষার্থী। স্বচ্ছ প্রতিযোগিতামূলক পরীক্ষাই মূলত আমাদের সৌন্দর্য।’

এই পরীক্ষা গ্রহণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উপাচার্য বলেন,'আপনারা সবসময় সাহায্য করে আসছেন, তার জন্য কৃতজ্ঞ। আরেকটু সহযোগিতা প্রয়োজন, আমাদের একটু সংস্কার লাগবে, বিশেষ করে বাইরের পরিবেশ। এবার আমরা শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধার জন্য যানবাহন, অভিভাবক সমাগম পরিহার করতে অনুরোধ করেছিলাম।'

ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,'আমাদের ব্যাবস্থাপনায় যারা আছেন তারা সকল নিয়ম নীতির মধ্যে থেকে নিরাপদ নিশ্চিত করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সদয় সহযোগিতা করছেন। ডিন, আইজিপি মহোদয়ের নির্দেশে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর আছেন। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থাও তৎপর রয়েছে।'

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ,কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, 'খ' ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো.আব্দুল বাছির, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সহকারী প্রক্টর অধ্যাপক ত. মো. আব্দুর রহিম প্রমুখ।