logo
আপডেট : ৫ জুন, ২০২২ ১৬:৫১
ডিআরইউ ক্রীড়া উৎসব শুরু মঙ্গলবার
ক্রীড়া প্রতিবেদক

ডিআরইউ ক্রীড়া উৎসব শুরু মঙ্গলবার

দেশের রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। প্রতি বছরের মতো এ বছরও সংগঠনের সদস্যদের জন্য ক্রীড়া উৎসব আয়োজন করছে। দাবা, ক্যারম, দৌড়, সাঁতার, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, শুটিং, আরচারি, কলব্রিজ, অকশন ব্রিজ, লুডু নিয়ে হবে এবারের গ্রীষ্মকালীন খেলা। ১১টি ডিসিপ্লিনের এ গেমস চলবে দুই মাসব্যাপী। ডিআরইউ সদস্যদের পাশাপাশি সদস্যদের সন্তান এবং ডিআরইউ স্টাফদের জন্যও থাকবে বিশেষ ইভেন্ট।

৭ জুন মঙ্গলবার দাবা দিয়ে শুরু হবে ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব। ওইদিন সকাল ১০টায় ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। বরাবরের মতো এবারো প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ। রোববার নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘ওয়ালটন পরিবার অত্যন্ত গর্বিত ডিআরইউর সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে। সিনিয়র সদস্যদের মধ্যে যারা খেলতে আগ্রহী, কিন্তু বয়সের জন্য খেলতে পারছেন না। সেরকম ১০ সদস্যকে বিশেষভাবে সম্মাননা পুরস্কার দেওয়া হবে।’ ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেছেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, দপ্তর সম্পাদক রফিক রাফিসহ আরো অনেক নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।