logo
আপডেট : ৭ জুন, ২০২২ ১২:০৬
সীতাকুণ্ড ট্র্যাজেডি
এখনো নেভেনি ডিপোর আগুন!
ভোরের আকাশ ডেস্ক

এখনো নেভেনি ডিপোর আগুন!

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে মঙ্গলবার (৭ জুন) শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নির্বাপণে টানা ৬০ ঘণ্টা ধরে নিরলস চেষ্টা করে যাচ্ছেন। কাজ করছেন সেনাবাহিনী সদস্যরাও।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের বরাতে জানা গেছে, বিএম ডিপোর আগুন এখনো নেভেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম কাজ করছে। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে।

সূত্র জানায়, বিএম ডিপোতে মাত্র একটি ইউনিট দিয়ে কাজ করতে হচ্ছে। একটি কনটেইনার নামাতে সেটিং করতে অনেক সময় লেগে যায়। নামানোর পরে আগুনের তাপের কারণে দরজা খোলা যায় না। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দরজার লোহা বড় হয়ে গেছে। তখন দরজাকে কাটতে হয়। স্টিলের দরজা কাটতেও অনেক সময় লেগে যায়। এরপর এগুলোতে পানি দিয়ে আগুন নেভাতে হয়।

জানা গেছে, ডিপোর ভেতরে আরও ১৫টি কনটেইনার আছে যেগুলো থেকে ধোঁয়া ও মাঝে মধ্যে আগুন দেখা যাচ্ছে। সারাদিন তিনটা কনটেইনার নিরাপদ করে স্থানান্তরিত করা যাচ্ছে।