logo
আপডেট : ৯ জুন, ২০২২ ১৭:৫৯
উয়েফা নেশন্স লিগ
বেলজিয়ামের কাছে বিধ্বস্ত পোল্যান্ড
ক্রীড়া ডেস্ক

বেলজিয়ামের কাছে বিধ্বস্ত পোল্যান্ড

উয়েফা নেশন্স লিগের শুরুটা ভালো ছিল না বেলজিয়ামের। নেদারল্যান্ডসের কাছে বিধ্বস্ত হয়েছিল। সেই দুঃস্বপ্ন পেছনে ফেলে জয়ের ধারায় ফিরেছে তারা। শুধু তা-ই নয়, পোল্যান্ডকে বিধ্বস্ত করেছে। বুধবার কিং বাউদোউইন স্টেডিয়ামে ৬-১ গোলে জয় পেয়েছে তারা। বিরতির সময় ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত ছিল। গত শুক্রবার নেশন্স কাপের উদ্বোধনী ম্যাচ ১-৪ গোলে হেরেছিল বেলজিয়াম। এ ম্যাচেও তাদের সামনে তেমন শঙ্কা তৈরি হয়েছিল। পোল্যান্ড বড় ব্যবধানে হারলেও গোলের সূচনা তারাই করেছিল। ম্যাচের বয়স যখন ২৮ মিনিট তখন রবার্ট লেভানদভস্কির গোলে পোল্যান্ড এগিয়ে গিয়েছিল। জাতীয় দলের হয়ে এটা লেভানদভস্কির ৭৬তম গোল। তবে বেশিক্ষণ ব্যবধানটা ধরে রাখতে পোলিশরা। বিরতির আগেই বেলজিয়াম গোল ফিরিয়ে দেয়। অ্যাক্সেল উইটসেল বিরতির ঠিক আগে খেলায় সমতা ফিরিয়ে আনেন।

ম্যাচে পিছিয়ে পড়লেও বেলজিয়ামকে কখনোই হতাশ মনে হয়নি। কেননা গোল করাটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। ২০১৮ সালের বিশ^কাপে ফ্রান্সের কাছে ১-০ গোলে হারের পর প্রতি ম্যাচেই বেলজিয়াম গোল পেয়েছে। জয় হোক আর পরাজয় হোক, গোলের দেখা বেলজিয়াম পেয়েছে। গত ৪৬ ম্যাচে এর ব্যতিক্রম হয়নি। এ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। এমনকি নেদারল্যান্ডসের কাছে বিধ্বস্ত হলেও গোলের দেখা পেয়েছিল তারা। বিরতির পর শুরু হয় বেলজিয়ামের আসল খেলা। এ সময়ে পোল্যান্ড পাত্তাই পায়নি। বরং পোলিশ গোলরক্ষককে জাল থেকে বল কুড়াতে বেশি সময় ব্যয় করতে হয়েছে। দ্বিতীয়ার্ধে ৫ গোল করলেও শেষ ১০ মিনিটে ৩ গোল করে বেলজিয়াম। এ সময়ে একে একে কেভিন ডি ব্রুইন, লিনদ্রো ট্রোসার্ড, লিন্ডার ডেনডনকার ও লোইস ওপেন্ডা স্কোরশিটে নাম লেখান। এদের মধ্যে ট্রোসার্ড করেন জোড়া গোল। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসেন তিনি। এছাড়া ওপেন্ডা ক্যারিয়ার প্রথম আন্তর্জাতিক ম্যাচেই গোলের দেখা পাওয়ার কীর্তি গড়েছেন।

ম্যাচ শেষে জোড়া গোলদাতা ট্রোসার্ড এক সাক্ষাৎকারে বলেন, ‘এটা দারুণ এক জয়। গত ম্যাচের পর আমাদের এ ম্যাচে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় ছিল না। আমরা ভালো খেলেছি। ম্যাচে আমরা অনেক সুযোগও তৈরি করেছি। আর যখন একাধিক গোল পাওয়া যায়, তখন বিষয়টি অবশ্য আরো উপভোগ্য হয়ে ওঠে। মাত্র কয়েকদিনের ব্যবধানে বেলজিয়ামের দুই ম্যাচের ফল সম্পূর্ণ বিপরীত। এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে কেন এমন হলো তা ব্যাখ্যা করা কঠিন। যদি আমরা এর উত্তর জানতাম, তাহলে কিছু একটা করতাম। যা হোক, এ ম্যাচে আমরা ভালো খেলেছি। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ জয়ের ফলে দুই ম্যাচ শেষে বেলজিয়ামে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে পোল্যান্ড রয়েছে তৃতীয় স্থানে। আগামী শনিবার বেলজিয়াম ওয়েলশের মুখোমুখি হবে। আর পোল্যান্ড খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।