চুয়াডাঙ্গায় জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়নে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট উদ্যক্তোদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার সার্কিট হাউজের হলরুমে এ কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
এটুআই প্রোগ্রামের সহযোগিতায় এবং জেলা প্রশাসন চুয়াডাঙ্গার আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা বৃস্পতিবার শেষ হয়। নারী-পুরুষ মিলে ৪০ জন উদ্যোক্তা এতে অংশ নেন ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘চুয়াডাঙ্গার জেলা ব্র্যান্ড ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল । এর মাংস ও চামড়া বিশ্ববিখ্যাত। এর মাংস বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে হবে। প্রবাসীদের কাছে পৌঁছাতে হবে। এ ছাড়াও এ জেলায় আছে ব্রিটিশদের তৈরি দেশের প্রথম রেলস্টেশন, প্রথম ডাকঘর, ঐতিহ্যবাহী চিনিকল কেরু এ্যান্ড কোম্পানি, দর্শনা বন্দর যেটি আরো সম্প্রারিত হবে।’
‘এ ছাড়াও এ জেলায় রকমারি অনেক ফল চাষ হচ্ছে। এগুলোর প্রচার-প্রসার করে দেশ ও দেশের বাইরে ছড়িয়ে দিতে হবে। ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে প্রচার এবং প্রসারের কোনো বিকল্প নেই।’
তিনি আরো বলেন, ‘ব্র্যান্ডিংয়ের সঙ্গে ট্যুরিজম ওতোপ্রতভাবে জড়িত। চুয়াডাঙ্গার জেলার ব্র্যান্ডিংগুলো অনেক পর্যটক আর্কষণ করবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণিসম্দ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা , বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দীন, এআইটু প্রোগ্রামের ন্যাশনাল কনসালট্যান্ট মো. ওমর ফারুক প্রমুখ।