ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৫ শতাংশের বেশি ছিল বলে জানিয়েছেন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক এবং বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
শুক্রবার (১০জুন) বিকেল সাড়ে তিনটায় ভোরের আকাশের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।
অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার বলেন, আমাদের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র থেকে যে তথ্যগুলো আমরা হাতে পেয়েছি তার মধ্যে ময়মনসিংহে উপস্থিতির হার ৯৬.২৭ শতাংশ, বরিশাল ৯৫.২৬ শতাংশ, চট্টগ্রাম ৯৪.৭৬ শতাংশ, রংপুর ৯৮.০৪ শতাংশ, খুলনায় ৯৬.৩০ শতাংশ, সিলেট ৯৪.৫০ শতাংশ, রাজশাহী ৯৬.১৬ শতাংশ ছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুরেট তথ্য এখনও প্রস্তুত হয়নি তবে সব মিলিয়ে এবার ৯৫ শতাংশের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।
তিনি আরো বলেন, গতবারের পরীক্ষায় আমাদের উপস্থিতি ছিল ৯০ শতাংশ। এবার সেটি বেড়েছে, এটি একটি ভালো দিক। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দুয়েকটি ছোট খাটো সমস্যা হয়েছে সেটি সেখানে সমাধান করা হয়েছে, উল্লেখযোগ্য কিছু নয়। ভালো উপস্থিতি ছিল পরীক্ষায়।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এবার ‘ক’ ইউনিটে ১৮৫১টি আসনের বিপরীতে ১ লক্ষ ১৫ হাজার ৭২৬জন পরীক্ষা দিচ্ছেন। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ৬৩ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং ঢাকার বাইরে ৫২ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ৬৩ জন শিক্ষার্থী। সবকিছু মিলিয়ে তুমুল প্রতিযোগিতা হবে এই ইউনিটে। এখানে পাঁচটি অনুষদ এবং পাঁচটি ইনস্টিটিউটে শিক্ষার্থীরা পড়তে আসে। ফলে এর পরিধিও অনেক বড়। অত্যন্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হচ্ছে।