logo
আপডেট : ১১ জুন, ২০২২ ১১:৪৩
সংকটাপন্ন মোশাররফ, মৃত্যুর গুজব নাকচ পরিবারের

সংকটাপন্ন মোশাররফ, মৃত্যুর গুজব নাকচ পরিবারের

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার অবস্থা সংকটাপন্ন। তিন সপ্তাহ হাসপাতালে থাকার পর এখন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। মোশাররফের মৃত্যুর গুজব নাকচ করে দিয়েছে তার পরিবার ও দল।

শুক্রবার (১০ জুন) এক বিবৃতিতে মোশাররফের নিজের টুইটারে পরিবার জানিয়েছে, তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়নি। শারীরিক জটিলতার কারণে শেষ তিন সপ্তাহ তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এই সংকটাপন্ন অবস্থা থেকে সেরে ওঠা সম্ভব নয়। শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো ঠিকমতো কাজ করছে না।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই জেনারেলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে পাকিস্তান ও ভারতের কয়েকটি সংবাদমাধ্যম খবরও প্রকাশ করে।

পরে মোশাররফের মৃত্যুর গুজব নাকচ করে এই বিবৃতি দেয় পরিবার।

সূত্র: দ্য ডন