logo
আপডেট : ১৩ জুন, ২০২২ ০০:০০
রোগী ও চিকিৎসকের গল্প ‘ওয়ার্ড নং সিক্স’

রোগী ও চিকিৎসকের গল্প ‘ওয়ার্ড নং সিক্স’

একটি মানসিক হাসপাতালের পাঁচজন রোগী, চিকিৎসক ও সেবিকার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে নির্মিত হলো বিশেষ নাটক ‘ওয়ার্ড নং সিক্স’। রাশিয়ান নাট্যকার আন্তন চেখভ রচিত এই নাটকটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনের জুন মাসের বিশ্ব নাটকপর্বে।


মিরন মহিউদ্দিনের ভাবানুবাদ ও টিভি নাট্যরূপে নির্মিত এ নাটকটি প্রযোজনা করেছেন মো. ঈমাম হোসাইন। নাটকের শুরুতে মুখবন্ধ দিয়েছেন মঞ্চসারথি আতাউর রহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, অনন্ত হীরা, শাহানা সুমি, খলিল রহমান কাদরী, সমাপ্তি মাসুক, দিলু মজুমদার প্রমুখ।