আগের দুই কার্যদিবসের মতো সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (১৪ জুন) পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত রয়েছে।
সূচকের পাশাপাশি কমছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। একইভাবে বাজার মূলধনও কমতে দেখা যাচ্ছে।
বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ৮ পয়েন্ট কম অবস্থান করছে ৬ হাজার ৩৭৩ পয়েন্টে।
এখন পর্যন্ত লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট ।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২২ টির, কমছে ১৮৮ টির এবং অপরিবর্তিত ৩২ রয়েছে ৫৪টির দর।
এদিকে ডিএসইতে এখন পর্যন্ত লেনদেনের দৌড়ে এগিয়ে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ, মেঘনা পিইটি, মেঘনা কনডেন্সড মিল্ক, শাইনপুকুর সিরামিকস, মেঘনা ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, এমারেল্ড অয়েল, সেনা কল্যাণ ইন্সুরেন্স, ইমামবাটন, জিলবাংলা সুগার সহ আরো কিছু কোম্পানি।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭ পয়েন্টে।
এখন পর্যন্ত সিএসইতে হাত বদল হওয়া ২৯১ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯ টির, কমেছে ১৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির দর।
বেলা সাড়ে ১২ পর্যন্ত সিএসইতে ২০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।