কুয়েতকে বাংলাদেশ থেকে আরো চিকিৎসক ও নার্স নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশে নিযুক্ত কুয়তের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াতের সঙ্গে বেঠকে এ অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ মঙ্গলবার (১৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে রাষ্ট্রদূতের কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।
তিনি করোনা মহামারি চলাকালীন সময়ে কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিনামূল্যে টিকা ও চিকিৎসা প্রদানের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান।
ড. মোমেন বিদায়ী রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জনশক্তি, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে ভালো দ্বিপাক্ষিক সম্পর্কে রয়েছে।
রাষ্ট্রদূত বাংলাদেশে থাকাকালীন সময়ে পাওয়া সহযোগিতা ও সমর্থনের জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামী দিনে দুই দেশের পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।