logo
আপডেট : ১৫ জুন, ২০২২ ১৫:৪৮
ত্বকের প্রয়োজনে ডাবল ক্লিঞ্জিং

ত্বকের প্রয়োজনে ডাবল ক্লিঞ্জিং

দুবার ধুলেই হয় না, বরং দুই ধাপে মুখ পরিষ্কারের সঠিক পন্থাও জানা থাকা চাই। ত্বকের যত্নে ‘ডাবল ক্লিঞ্জিং’ শুরু করার আগে এর প্রয়োজনীয়তা সম্পর্কে জানা উচিত। অনেকেই মনে করেন ‘ডাবল ক্লিঞ্জিং’ মানে দুবার মুখ ধোয়া, এাঁ ভুল ধারণা। ডাবল ক্লিঞ্জিং’য়ের অর্থ ত্বকের গভীর থেকে মেকআপ, ময়লা ও ঘাম গলিয়ে বের করে ফেলে তরল পরিষ্কারকের সাহায্যে দূর করে ফেলা।


টাইমস অব ইন্ডিয়া ডটকমে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ক্লিনিক্যাল কসমেটোলজিস্ট ডা. দেবেশি বর্তমান সময়ে বাইরের দূষণ ও তাপের কারণে হওয়া ত্বকের ক্ষতি থেকে বাঁচতে ডাবল ক্লিঞ্জিং করার পরামর্শ দেন। তার মতে, ‘প্রথম ক্লিঞ্জার ত্বকে থাকা মেকআপ, ময়লা ও বাড়তি তেল গলিয়ে ফেলে। পরের ক্লিঞ্জারে থাকা সক্রিয় উপকরণ মুখ পরিষ্কার করতে সহায়তা করে।


‘ডাবল ক্লিঞ্জিং’ ত্বকের লোমকূপ পরিষ্কার করতে ও ব্রেক আউটের ঝুঁকি কমিয়ে ত্বকে ব্যবহৃত রূপচর্চার প্রসাধনী সর্বোচ্চ শোষণে এবং কার্যকারিতা বাড়তে সহায়তা করে। যদিও তিনি সংবেদনশীল ত্বকের অধিকারী বা ব্রেক আউট হয় এমন ত্বকে ডাবল ক্লিঞ্জিং না করার পরামর্শ দেন।


ডা. দেবেশির মতে, ‘তৈলাক্ত ও মিশ্র ত্বকের অধিকারীদের ত্বকে নিয়মিত মেকআপ বা দূষণ থেকে সুরক্ষিত রাখতে ডাবল ক্লিঞ্জিং করা প্রয়োজন। তবে রোজেশা (ত্বকে লালচে ভাব ও রক্তনালি ফুটে ওঠা), একজিমা বা শুষ্ক ত্বকের অধিকারীদের ডাবল ক্লিঞ্জিং না করাই ভালো।


কোরিয়াতে প্রথম এই ধারণার প্রচলন ঘটলেও বর্তমানে সারা বিশ্বে এর জনপ্রিয়তা বেড়ছে। “যদিও বিশ্বজুড়ে ‘ডাবল ক্লিঞ্জিং’য়ের জনপ্রিয়তা বেড়েছে, কিন্তু এটা সবার জন্য নয়। যাদের ত্বক তৈলাক্ত এবং মেকআপ করেন তাদের জন্য প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ‘ডাবল ক্লিঞ্জিং’ করা আবশ্যক,” বলেন ডা. দেবেশি।


ত্বক তৈলাক্ত না হলে, মেকআপ ব্যবহার না করলে অথবা বাইরের দূষণ থেকে সুরক্ষিত থাকলে ‘ডাবল ক্লিঞ্জিং’য়ের পরিবর্তে সাধারণভাবেই ত্বক পরিষ্কার করা যায়। তাই ত্বকের ধরন ও প্রয়োজন বুঝে ডাবল ক্লিঞ্জিং ত্বক পরিচর্যার রুটিনে যোগ করা যেতে পারে।

 

সাধারণ পদ্ধতি


১. প্রথমে ত্বকের ধরন বুঝে মাইসেলার ওয়াটার, তেলভিত্তিক ক্লিঞ্জার বা ক্লিঞ্জিং বাম দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে।


২. তারপর সামান্য পরিমাণ ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে।


ত্বক পরিষ্কার করতে ডাবল ক্লিঞ্জিং উপকারী। তবে ধরন ও প্রয়োজন বুঝে ত্বক পরিচর্যার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে। তাই নিজের ত্বকের অবস্থা বুঝে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা করা উচিত।