logo
আপডেট : ১৬ জুন, ২০২২ ১৮:২৩
অনুদানের সিনেমায় এনামুলের হ্যাট্রিক!
নিজস্ব প্রতিবেদক

অনুদানের সিনেমায় এনামুলের হ্যাট্রিক!

গল্পকার এ এইচ এম এনামুল হক

সরকারি অনুদানের সিনেমায় হ্যাট্রিক করলেন গল্পকার এ এইচ এম এনামুল হক।

জনপ্রিয় কথা সাহিত্যিক আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাসের চলচ্চিত্ররূপ দিয়ে চলচ্চিত্র অঙ্গণে ব্যাপক আলোচনায় আসেন গল্পকার এ এইচ এম এনামুল হক।

২০১৯- ২০২০ অর্থবছরে “হৃদিতা” নামের চলচ্চিত্রটি সরকারি অনুদান লাভ করে।

মুক্তি প্রতিক্ষিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন স্বনামধন্য পরিচালক জুটি ইস্পাহানি আরিফ জাহান।

এরপর এ এইচ এম এনামুল হক রচিত বহুল আলোচিত সিনেমা ‘জলরঙ’ সরকারি অনুদান লাভ করে ২০২০-২০২১ অর্থবছরে।

‘বাংলাদেশ ড্রাগন ফিল্মস’ প্রযোজিত ‘জলরঙ’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা।

সবশেষ ২০২১-২০২২ অর্থ বছরে ‘আর্জি’ নামের চলচ্চিত্রটি সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে।

কিবরিয়া ফিল্মস এর ব্যানারে নির্মিতব্য ‘আর্জি’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন সর্বজনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব পরিচালক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।

গল্পের বিষয় নির্বাচন, চরিত্রায়ন, দৃশ্য বিবরণ, সংলাপের গড়ন ও তথ্য প্রদানে গল্পকার এ এইচ এম এম এনামুল হকের মুন্সিয়ানা ইতোমধ্যে চলচ্চিত্র বোদ্ধাদের প্রশংসা অর্জন করেছে।

গল্পকার এ এইচ এম এনামুল হক প্রয়াত মোহাম্মদ সামছুল হক ও জাহানারা বেগমের তিন পুত্র ও চার কন্যা সন্তানের মধ্যে সবার বড়।

মেধাবী এবং পরিশ্রমী হিসেবে স্বীকৃত এই বিনয়ী মানুষটি ১৯৬৭ সালের ৪ জানুয়ারী কুমিল্লা জেলার অধীনস্থ বুড়িচং থানার অর্ন্তগত ঐতিহ্যবাহী শংকুচাইল গ্রামের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন।