logo
আপডেট : ১৭ জুন, ২০২২ ১৮:০০
ঢাকার বাইরে নয় জেলায় করোনা, শনাক্তের হার ৬ শতাংশের উপরে
নিজস্ব প্রতিবেদক

ঢাকার বাইরে নয় জেলায় করোনা, শনাক্তের হার ৬ শতাংশের উপরে

একদিনে দেশে ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে শুধু ঢাকায় ৩৮৫ জনের শনাক্ত হয়েছে।

ঢাকার বাইরে গাজীপুরে একজন, কিশোরগঞ্জে দুই জন, নারায়নগঞ্জে পাঁচজন, চট্টগ্রামে ২৬ জন, কক্সবাজারে ৯ জন, লক্ষীপুর ও কুমিল্লায় একজন করে, বগুড়ায় একজন, যশোরে দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন শনাক্তের হার উঠেছে ৬ দশমিক ২৭ শতাংশে। এর আগের দিন শনাক্তের হার ছিলো ৫ দশমিক ৭৬ শতাংশ। গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণের হার উর্ধ্বমূখী।

গত ১০ জুন ৬৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিলো ১ দশমিক ৩৫ শতাংশ। ১১ জুন শনাক্ত হয় ৭১ জনের; শনাক্তের হার ছিলো ১ দশমিক ১৪ শতাংশ। ১২ জুন শনাক্ত উঠে যায় একশ জনের উপরে। এদিন শনাক্ত হয় ১০৯ জনের; শনাক্তের হার ওঠে দুই শতাংশের উপরে; ২ দশমিক ০৬ শতাংশে। ১৩ জুন শনাক্ত হয় ১০৯ জনের; শনাক্তের হার এদিন কিছুটা নেমে দাড়ায় ১ দশমিক ৯১ শতাংশে।

১৪ জুন শনাক্ত হয় ১৬২ জনের; শনাক্তের হার ওঠে ৩ দশমিক ৫৬ শতাংশে। ১৫ জুন শনাক্ত হয় ২৩২ জনের; শনাক্তের হার ওঠে প্রায় চার শতাংশে; ৩ দশমিক ৮৮ শতাংশে। ১৬ জুন ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিলো ৫ দশমিক ৭৬ শতাংশ।