জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, সরকারকে সরাতে হলে রাজপথের আন্দোলন দরকার। আর সেই আন্দোলনের আগে সংগঠনকে শক্তিশালী করতে হবে।
শনিবার রাজধানীর যাত্রাবাড়ি থানা যুবদলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করুন। একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান আদায় করতে যেমন শক্তিশালী সংগঠনের প্রয়োজন, তেমনি ওই সরকারের অধীনে নির্বাচনের সময়েও শক্তিশালী সংগঠন দরকার। তাই নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ তৈরি করবেন না, কোন্দল করবেন না। যুবদলের সকলে ভাই-ভাই। এই মন্ত্র নিয়ে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, আন্দোলনকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। যোগ্যদের সামনে আনতে হবে। যুবদলের প্রত্যেক নেতাকর্মীকে সমাজের এক-একটি দর্পন হতে হবে। যাতে এই আদর্শকে ধারণ করে, উদ্বুদ্ধ হয়ে আরো কর্মী তৈরী হয়।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।