logo
আপডেট : ১৯ জুন, ২০২২ ১৬:৩১
'ইউক্রেন আর কোনোদিন তার আগের সীমান্তে ফিরে যাবে না'

'ইউক্রেন আর কোনোদিন তার আগের সীমান্তে ফিরে যাবে না'

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখোরোভা

ইউক্রেন আর কোনোদিন তার আগের সীমান্তে ফিরে যাবে না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখোরোভা স্কাইনিউজ আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।

মারিয়া জাখারোভা সাক্ষাৎকারে বলেছেন, 'আপনি ও আমি যে ইউক্রেনকে চিনতাম এবং যে সীমান্ত নিয়ে দেশটির অবস্থান ছিল তা আর অবশিষ্ট নেই। সেই ইউক্রেন আর কোনোদিন ফিরেও আসবে না। এ বিষয়ে কারো মনে যেন সন্দেহের কোনো অবকাশ না থাকে।'

রাশিয়ার নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলোতে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের নির্লিপ্ততার সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এর তিন দিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার নির্দেশ দেন পুতিন। গত প্রায় চার মাস ধরে চলা এ অভিযানে এ পর্যন্ত ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করেছে রাশিয়া।

মারিয়া জাখারোভা এমন সময় এ ঘোষণা দিলেন যখন লুহানস্ক প্রজাতন্ত্রের রুশ-সমর্থিত প্রেসিডেন্ট লিওনিদ পাসচেনিক জানিয়েছেন, তার প্রজাতন্ত্রের রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে শিগগিরই গণভোট অনুষ্ঠিত হবে।

দোনেৎস্কের কর্মকর্তারাও বলেছেন, সংবিধান অনুযায়ী এই প্রজাতন্ত্রের সীমান্ত চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে এটিকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে।

২০১৪ সালে একই প্রক্রিয়ায় ইউক্রেনের ক্রিমিয়া প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।