logo
আপডেট : ১৯ জুন, ২০২২ ২০:২০
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে ২৫০ রিক্রুটিং এজেন্সি
কূটনৈতিক প্রতিবেদক

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে ২৫০ রিক্রুটিং এজেন্সি

প্রতিকী ছবি।

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে ২৫০ রিক্রুটিং এজেন্সি। এর সঙ্গে আগের বাছাই করা ২৫টি রিক্রুটিং এজেন্সির হয়ে কাজ করতে হবে তাদের।

রোববার (১৯ জুন) মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশের পাঠানো ১ হাজার ৫২০টি নিয়োগকারী সংস্থা থেকে ২৫০টি কোম্পানিকে বেছে নেবে। এ তালিকা থেকে আগেই ২৫টি কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে নির্বাচিত ২৫টি কোম্পানির সঙ্গে চুক্তি করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত ২৫টি কোম্পানি একটি কাঠামোর মধ্যে কাজ করবে। এ ২৫ কোম্পানির প্রতিটিতে ১০টি কোম্পানি বরাদ্দ করতে হবে।

শুধুমাত্র ২৫টি কোম্পানির সঙ্গে লেনদেন করবে। কর্মীদের কল্যাণ ও জীবিকা রক্ষার জন্য মনোনীত ২৫টি কোম্পানিতে চেক অ্যান্ড ব্যালেন্স মেকানিজম প্রয়োগ করা হয়েছে। কর্মীদের কল্যাণেই ১০টি থেকে কোম্পানির সংখ্যা ২৫টি করা হয়েছে।