logo
আপডেট : ১৯ জুন, ২০২২ ২১:১০
'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারে'

'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারে'

ছবি: রয়টার্স (ফাইল ছবি)

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ আরও কয়েক বছর ধরে চলতে পারে। ন্যাটোর প্রধান ইয়ানেস স্টলটেনবার্গ এ কথা বলেছেন। তিনি মন্তব্য করেছেন, ইউক্রেনে সহায়তা চালিয়ে যেতে পশ্চিমা দেশগুলোকে প্রস্তুত থাকতে হবে।

জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারের এসব কথা বলেন ইয়ানেস স্টলটেনবার্গ।

সাক্ষাৎকারে ন্যাটো প্রধান বলেন, এই যুদ্ধ (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) কয়েক বছর ধরে চলবে। এই সত্য মেনে নেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকবে হবে। ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন তুলে নেওয়া যাবে না।

ন্যাটো প্রধানের অভিমত, ইউক্রেনে অত্যাধুনিক অস্ত্রের সরবরাহ বাড়ালে ডনবাস অঞ্চল রাশিয়ার দখল থেকে মুক্ত করার সম্ভাবনা বাড়িয়ে তুলবে।

প্রসঙ্গত, ডনবাসের বেশিরভাগ এলাকা এখন রুশ বাহিনী ও মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। 

এদিকে, ইউক্রেন যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে পারে, মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। গত শুক্রবার কিয়েভ সফরে গিয়ে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিমত, বেশি বেশি অস্ত্রসহায়তা ইউক্রেনের যুদ্ধে জয়ের সম্ভাবনা বাড়বে।

অন্যদিকে, ইউক্রেনের কর্মকর্তারা অস্ত্রসহায়তা বাড়াতে কয়েক দিন ধরেই সরব রয়েছেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ গত বুধবার অস্ত্র ও গোলাবারুদের সরবরাহ বাড়াতে ব্রাসেলসে প্রায় ৫০টি দেশের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন।

সূত্র: বিবিসি