logo
আপডেট : ২০ জুন, ২০২২ ১৫:০৫
বাড়ির পাশে ঝুলছিল যুবকের মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি

বাড়ির পাশে ঝুলছিল যুবকের মরদেহ

প্রতিকী ছবি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেনারুল ইসলাম (২১) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার কোচাশহর ইউনিয়নের ধারাইকান্দী গ্রাম থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। মেনারুল ধারাইকান্দী গ্রামের আফসার আলীর ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন। তিনি বলেন, সকালে মেনারুল ইসলামের মরদেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরো জানান, ওই যুবকের মৃত্যুর রহস্য তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।