logo
আপডেট : ২১ জুন, ২০২২ ১৫:১৮
আরও ১৪ দিনের জেল হেফাজতে পি কে হালদার

আরও ১৪ দিনের জেল হেফাজতে পি কে হালদার

প্রশান্ত কুমার (পি কে) হালদার (ফাইল ফটো)

বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচারকারী প্রশান্ত কুমার (পি কে) হালদারকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতার ব্যাঙ্কশাল আদালত।

মঙ্গলবার (২১ জুন) সকালে নগর দায়রা আদালতে তোলা হয় পি কে হালদার এবং তার ৫ সহযোগীকে। দু’সপ্তাহের জেল হেফাজতের মেয়াদ শেষ হতেই ছিল হাজিরার তারিখ।

শুনানি শেষে বিচারক অভিযুক্তদের ৫ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। কিন্তু, সরকারি আইনজীবী উপস্থিত না থাকার কারণে মেলেনি কারাগারে গোয়েন্দা কর্মকর্তাদের জেরার অনুমতি।

এর আগে, একদফা জেল হেফাজত এবং তিনদফা রিমান্ডে ছিলেন পি কে হালদার এবং তার সহযোগীরা।

পাঁচ পুরুষ অভিযুক্তকে রাখা হয়েছে কলকাতার প্রেসিডেন্সি জেলে। আর একজন নারী রয়েছেন আলিপুর কেন্দ্রীয় কারাগারে।

গত ১৪ মে নাটকীয় অভিযানের মাধ্যমে অশোকনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।