মোহাম্মদ হাবিব উল্লাহ ডন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশনের (বারভিডা) ২০২২-২০২৪ মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি জেনারেল হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন যথাক্রমে মো. আসলাম সেরনিয়াবাত, রিয়াজ রহমান এবং মো. গিয়াস উদ্দিন চৌধুরী।
গত ১৮ জুন অনুষ্ঠিত বারভিডার দ্বি-বার্ষিক নির্বাচনে ২৫ পদ বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ২৫ জন নির্বাচিত হন। এর মধ্যে থেকে ২০ জুন সন্ধ্যায় প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল এবং অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন- মো. আসলাম সেরনিয়াবাত, রিয়াজ রহমান ও মো: গিয়াস উদ্দিন চৌধুরী। জয়েন্ট সেক্রেটারি জেনারেল বেলাল উদ্দিন চৌধুরী, ট্রেজারার মোহাম্মদ আনিছুর রহমান, জয়েন্ট ট্রেজারার মো. সাইফুল আলম, অর্গানাইজিং সেক্রেটারি ডা. হাবিবুর রহমান খান, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. জসিম উদ্দিন, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি মো. আব্দুল আউয়াল এবং কালচারাল সেক্রেটারি জুবায়ের রহমান।
কার্যনির্বাহী সদস্য- কাউছার হামিদ, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহা. সাইফুল ইসলাম (সম্রাট), জিয়াউল ইসলাম জিয়া, আলহাজ্ব জাফর আহমেদ, এবি সিদ্দিক (আবু), আবু হোসেন ভূইয়া রানু, মো. রায়হান আজাদ (টিটো), মাহবুবুল হক চৌধুরী বাবর, মো. নাজমুল আলম চৌধুরী, মো. গোলাম রব্বানি (শান্ত), মো. লাবু মিয়া হাজী রুবেল ও পুনম শারমিন ঝিলমিল।