পদ্মা সেতু নির্মাণে বুয়েটের ভূমিকা- শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যান পরিদপ্তর এ সভার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রকল্যান পরিদপ্তরের পরিচালক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বুয়েটের উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. আব্দুল জব্বার খাঁন, আলোচনায় অংশগ্রহণ করেন একুশেপদক প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক অজয় দাশগুপ্ত।
আলোচকগণ পদ্মা সেতু নির্মাণে বুয়েটের যে সকল প্রকৌশলী অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সাহসী সিদ্ধান্তের জন্য নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।
২০১৪ সালে যে স্বপ্নযাত্রার শুরু হয় আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী সেতু উদ্বোধনের মাধ্যমে সে মধুর স্বপ্নযাত্রার পরিসমাপ্তি ঘটবে।
অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।