logo
আপডেট : ২২ জুন, ২০২২ ১৬:৩৬
আমার কাছে কানাকড়িও ছিল না -নাতাশা

আমার কাছে কানাকড়িও ছিল না -নাতাশা

মিস ইন্ডিয়া নাতাশা সুরি

মুক্তি পেতে চলা দীপক তিজোরির কমেডি ছবি ‘টিপসি’তে দেখা যাবে সাবেক মিস ইন্ডিয়া নাতাশা সুরিকে। এরপর থেকে টুকটাক ফিল্মে কাজ করে চলেছেন নাতাশা। এখন তিনি নিয়মিত টিভি অনুষ্ঠানও করছেন। তবে দিন এত মসৃণ ছিল না এ তারকার। ২০০৬ সালে মিস ইন্ডিয়া হওয়ার আগে একটা ভালো পোশাক পর্যন্ত ছিল না তার। বলিউড হাঙ্গামাকে দেওয়া সুবিশাল সাক্ষাৎকারে বলেছেন তার জীবনযুদ্ধের গল্পটা।


অনেকেই জানে না যে, আমি একটা ভাঙা বাড়ির মেয়ে ছিলাম। বাবা ছিলেন না। মা, নানি আর আমরা তিন বোন। শৈশবটা খুব টাফ ছিল। টুকটাক কাজ করা ছাড়া টিকে থাকা সম্ভব হচ্ছিল না আমাদের। তবে আমাদের সংসারের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছিলেন আমার মা রাধা সুরি (মারা যান ২০১৬ সালে)- বলেন তিনি।


নাতাশার মা-ও ছিলেন অভিনেত্রী। তবে তেলেঙ্গানা থেকে তিন মেয়েকে নিয়ে মুম্বাইতে এসে বিপদেই পড়েন তিনি। ভাষাই জানতেন না রাধা সুরি। এটা ওটা কাজের পাশাপাশি দুটি দক্ষিণি ছবিতে কাজের সুযোগ মেলে তার। আর সেই সূত্রেই রূপালি জগতে ঢুঁ মারার সুযোগ জোটে নাতাশাদের।


বললেন, ‘যখন আমি মিস ইন্ডিয়া হই, তখন যেন গোবরে একটা পদ্মফুলই ফুটল। ঈশ্বর আমাদের দিকে তাকিয়ে হাসলেন। অনেক দরজা খুলে গেল। এই ইন্ডাস্ট্রিটা তখন আমার বাড়ি হয়ে গেল আর ক্যামেরার সামনে দাঁড়ানোটাই আমি ভালোবেসে ফেললাম।


ভাগ্যদেবী মুখ তোলার আগে পরিস্থিতি কেমন ছিল জানতে চাইলে নাতাশা বলেন, ‘যখন আমি ফেমিনা মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া হলাম, আমার কাছে কানাকড়িও ছিল না। দামি কোনো জামা-জুতোও ছিল না। বন্ধুদের কাছ থেকে কিছু চকচকে পোশাক ধার করতে হয়েছিল। তবে আমার অতটা দুঃখবোধ ছিল না। ছিল শুধু নিজের ওপর বিশ্বাস।


২০১৬ সালের মালায়ালাম ছবি ‘কিং লিয়ার’-এর পর ২০২০ সালের ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’-এ গৌরি চরিত্রে অভিনয় করেও সাড়া পান নাতাশা। সূত্র: বলিউড হাঙ্গামা