logo
আপডেট : ২২ জুন, ২০২২ ১৭:০৬
চোকারের কয়েকটি স্টাইল

চোকারের কয়েকটি স্টাইল

গলার সঙ্গে আঁটসাঁটভাবে লেগে থাকা গয়না চোকার নামে পরিচিত। নব্বই দশকের শুরুর দিকে তুমুলভাবে জনপ্রিয় হয়ে ওঠে এই ধরনের মালা বা হার। সে সময় শাড়ির সঙ্গেই সবাই পরতেন গয়নাটি। তবে এখন গলার সঙ্গে লেগে থাকা চোকার পরা হয় সব পোশাকের সঙ্গেই। এটি যেমন মানিয়ে যায় ঐতিহ্যবাহী সাজের সঙ্গে, তেমনি বোহেমিয়ান স্টাইলেও দিব্যি ফিটফাট লাগে দেখতে।


কয়েকটি রঙের বিডস ও কয়েক ধরনের চার্ম দিয়ে তৈরি লেয়ার চোকার পরতে পারেন পশ্চিমা পোশাকের সঙ্গে। স্কার্ট কিংবা ফতুয়ার সঙ্গেও চমৎকার দেখাবে এই ধরনের বোহেমিয়ান স্টাইলের চোকার। একরঙা মোটা ধরনের কালো চোকার পরতে পারেন সাদা শার্ট ও নীল জিন্সের সঙ্গে। সিম্পল এই স্টাইলটি এই আবহাওয়ার সঙ্গেও বেশ মানানসই।


কয়েকটি রঙের পাথর বসানো চোকার পরতে পারেন সাদা রঙের কলার দেওয়া পোশাকের সঙ্গে। সঙ্গে একটি ঝুলানো পেন্ডেন্ট নেকলেস থাকলেও চমৎকার দেখাবে। কয়েক লেয়ারের চেইনের সঙ্গে ঝুলানো বিভিন্ন ধরনের পেন্ডেন্ট পরতে পারেন সাদামাটা পোশাকের সঙ্গে। ক্যাজুয়াল স্টাইলে বেশ মানিয়ে যাবে।


মুক্তার চোকার পরতে পারেন শাড়ির সঙ্গে। জমকালো গাউনের সঙ্গেও বেশ ভালো দেখায় ঐতিহ্যবাহী এই গয়না।