logo
আপডেট : ২২ জুন, ২০২২ ১৮:০৮
আফগানিস্তানে ভূমিকম্প
নিহত বেড়ে ১০০০, আহত দেড় হাজার

নিহত বেড়ে ১০০০, আহত দেড় হাজার

ছবি: বিবিসি

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় হাজার জন। তালেবান কর্তৃপক্ষ ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘর ও স্ট্রেচারে আহত ব্যক্তিদের নিয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।

তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা জানিয়েছেন, ভূমিকম্পে শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাকতিকা প্রদেশের তথ্য বিভাগের প্রধান মোহাম্মদ আমিন হাজিফি বিবিসিকে জানিয়েছেন, এক হাজার মানুষ মারা গেছে এবং আরও ১৫০০ জন আহত হয়েছে।

তিনি জানান, উদ্ধারকারী দল এখনও মাটির নিচে চাপা পড়া অন্যদের সন্ধান করছে।

জানা গেছে, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে। মাটির নীচে ৫১ কিলোমিটার গভীরে কম্পন হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.১।

ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিষয়ক সংস্থা জানিয়েছে, প্রায় ৫০০ কিলোমিটার জুড়ে কম্পন অনুভূত হয়েছে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতের ১১৯ মিলিয়ন মানুষ প্রায় ৫০০ কিলোমিটার জুড়ে এই কম্পন অনুভব করেছেন।

সূত্র: বিবিসি, আল-জাজিরা