ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের আরো এক নাগরিক নিহত হয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, ফ্লোরিডার হারনান্ডো এলাকার স্টিফেন জাবিয়েলস্কি ইউক্রেনে নিহত হয়েছেন।
তবে এ সম্পর্কে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা বিস্তারিত কিছু জানান নি।
তিনি জানান, নিহত স্টিফেনের পরিবারের সঙ্গে পররাষ্ট্র দপ্তর যোগাযোগ রাখছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব রকমের পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে।
ওই কর্মকর্তা আরো বলেন, আমরা আবারো বলছি যে, মার্কিন নাগরিকদের সক্রিয় কোনো যুদ্ধে অংশ নেয়ার জন্য ইউক্রেনে যাওয়া এবং রুশ সেনাদের হত্যাকাণ্ডের শিকারে পরিণত হওয়ার সুযোগ দেয়া উচিত নয়। ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের সুযোগ থাকলে এক্ষুণি ইউক্রেন ত্যাগ করা উচিত।
যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যম 'দি রেকর্ডার' ৫২ বছর বয়সী স্টিফেন জাবিয়েলস্কির মৃত্যুর খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ডনবাস অঞ্চলের দ্রোজনিয়াংক গ্রামে যুদ্ধের সময় জাবিয়েলস্কি নিহত হয়েছেন।
এর আগে, ইউক্রেন থেকে রাশিয়ার সেনারা দুই মার্কিন ভাড়াটে যোদ্ধাকে আটক করে। তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে বলে মস্কো জানিয়েছে।