logo
আপডেট : ২৩ জুন, ২০২২ ১৫:৫০
ম্যারাডোনার মৃত্যু: বিচার হবে আট চিকিৎসক, নার্সের

ম্যারাডোনার মৃত্যু: বিচার হবে আট চিকিৎসক, নার্সের

ডিয়েগো ম্যারাডোনা

আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তার সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ আট জনকে বিচারের মুখোমুখি হতে হবে। তাদের বিরুদ্ধে ‘সাধারণ হত্যার' অভিযোগ আনা হয়েছে।

বুধবার প্রকাশিত আদালতের এক রায়ে এ তথ্য জানা গেছে।

২০২০ সালের ২৫ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ম্যারাডোনা। সে সময় তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুর দুই সপ্তাহ আগে মস্তিস্কে রক্ত জমাট বাঁধায় তার অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচার শেষে তাকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

ম্যারাডোনার মৃত্যু তদন্তে আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটর ২০ জন চিকিৎসা বিশেষজ্ঞের সমন্বয়ে একটি দল গঠন করেছিলেন। গতবছর তারা প্রতিবেদন জমা দেন। এতে তারা অভিযোগ করেন, ম্যারাডোনার চিকিৎসায় ‘ঘাটতি ও অনিয়ম' ছিল। ম্যারাডোনাকে উপযুক্ত জায়গায় চিকিৎসা দেয়া গেলে তার বেঁচে থাকার ভালো সম্ভাবনা ছিল।

এছাড়া ম্যারাডোনাকে সেবা দেয়া ব্যক্তিরা তার মৃত্যু পর্যন্ত ‘দীর্ঘ, যন্ত্রণাদায়ক সময়ের' জন্য তাকে তার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলেন বলেও মনে করেন বিশেষজ্ঞরা।

যে আট জনকে বিচারের মুখোমুখি হতে হবে তাদের মধ্যে আছেন-ম্যারাডোনার পারিবারিক চিকিৎসক নিউরোসার্জন লেওপোল্ডো লুকু, সাইক্রিয়াট্রিস্ট অগুস্টিনা কোসাচোভ, সাইকোলজিস্ট কার্লস ডিয়াজ ও মেডিকেল কোঅর্ডিনেটর ন্যান্সি ফোর্লিনি। তারা সবাই অভিযোগ অস্বীকার করেছেন। কোসাচোভের আইনজীবী জানিয়েছেন তারা আপিল করবেন।

বিচার শুরুর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। অভিযোগ প্রমাণিত হলে আট থেকে ২৫ বছর পর্যন্ত সাজা হতে পারে।

সূত্র : ডয়েচে ভেলে, দ্য গার্ডিয়ান