logo
আপডেট : ২৫ জুন, ২০২২ ১৯:০১
নরওয়ের নাইট ক্লাবে বন্দুক হামলা: নিহত ২

নরওয়ের নাইট ক্লাবে বন্দুক হামলা: নিহত ২

নরওয়ের রাজধানী অসলোতে একটি নাইট ক্লাবে হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়

নরওয়ের রাজধানী অসলোতে একটি নাইট ক্লাবে বন্দুকধারী গুলি চালিয়েছে। এই বন্দুক হামলায় ২ ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন।

নরওয়ে পুলিশের বরাতে জানা গেছে স্থানীয় সময় শনিবার ১ টায় (গ্রিনিজ মান সময় ২৩টা) এ ঘটনা ঘটেছে।

নরওয়ের সম্প্রচার প্রতিষ্ঠান এনআরকে ও অন্যান্য স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অসলোর লন্ডন পাব নাইট ক্লাবে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে এ হামলা হয়েছে তা এখনো জানা যায়নি।

আগামীকাল রোববার অসলোতে ‘বার্ষিক প্রাইড প্যারেড’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর সঙ্গে হামলার সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে অসলো পুলিশ।

অসলো পুলিশ বিভাগ টুইটারে এক পোস্টের মাধ্যমে দুই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

স্থানীয় গণমাধ্যম ভিজি জানিয়েছে, গুলিতে তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। অসলো ইউনিভার্সিটি হাসপাতাল বলেছে, গুলির ঘটনার পর ওই এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

সূত্র : বিবিসি, রয়টার্স