logo
আপডেট : ২৬ জুন, ২০২২ ১৮:৫৩
অটুট রইল মুখ্যমন্ত্রিত্ব, ত্রিপুরার উপনির্বাচনে জয়ী মানিক সাহা

অটুট রইল মুখ্যমন্ত্রিত্ব, ত্রিপুরার উপনির্বাচনে জয়ী মানিক সাহা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

ত্রিপুরায় উপনির্বাচনে জয়ী হয়েছেন মানিক সাহা। তিনি পেয়েছেন ১৮,৮৭০ ভোট। রোববার ত্রিপুরায় চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এই প্রথম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

বড়দোয়ালি কেন্দ্রে থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখলেন মানিক সাহা। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের দু’বারের বিধায়ক আশিস সাহা পেয়েছেন ১০,৯৩০টি ভোট।

রাজ্যসভার সংসদ সদস্য মানিক সাহা গত মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আকস্মিক পদত্যাগের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য এই উপনির্বাচনে তাকে জিততেই হতো।

বিধানসভায় নির্বাচিত হওয়ার পর তিনি এখন নিয়ম অনুযায়ী সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করবেন।

প্রসঙ্গত, গত মাসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব শীর্ষ নেতৃত্বের নির্দেশে পদত্যাগ করেন। এরপর মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর পদে বসায় বিজেপি। নির্বাচিত না হয়েও মুখ্যমন্ত্রী পদে বসার জন্য ভারতীয় সংবিধান অনুযায়ী তাকে ছয় মাসের মধ্যে ভোটে জিততে হতো।

সূত্র : নিউজ এইটিন,জি-নিউজ