logo
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২ ১৭:০৯
চাঁদপুরে ১৬০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে ১৬০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড

চাঁদপুর: চাঁদপুরে ১ হাজার ৬শ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকার একটি গোডাউন থেকে এসব তেল জব্দ করা হয়।

 

দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি গোডাউন থেকে আনুমানিক ১ হাজার ৬০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

তিনি আরও বলেন, পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহর উপস্থিতিতে জব্দকৃত চোরাই ডিজেল মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

 

ভোরের আকাশ/জেএস/