ঢাকা: দেশে একদিনে আরও ৬২০ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। এনিয়ে দেশে ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জনের শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৪৭ জনের।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত কয়েকদিন ধরে করোনা শনাক্তের হার বাড়ছে। শনাক্ত উঠেছে ১৫ দশমিক ৩৮ শতাংশে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮ থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত দেশে ৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষায় ৬২০ জনের করোনা শনাক্ত হয়। এই সময়ে সিলেটে একজনের মৃত্যু হয়েছে। তিনি পুরুষ। বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি সরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৪৫ জন। এনিয়ে দেশে ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন সুস্থ হয়েছেন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
ভোরের আকাশ/আসা