logo
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৫২
ডেঙ্গু নিয়ে একদিনে ৪৪০ জন হাসপাতালে
অনলাইন ডেস্ক

ডেঙ্গু নিয়ে একদিনে ৪৪০ জন হাসপাতালে

ঢাকা: ডেঙ্গু নিয়ে একদিনে ৪৪০ জন  হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৩২৫ জন। ঢাকার বাইরে ১১৫ জন।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিভাগে ৩২৫ জনের মধ্যে শুধু একজন মুন্সিগঞ্জে ভর্তি হয়েছেন। বাকিসব ঢাকায়। ময়মনসিংহ বিভাগে আটজন।

চট্টগ্রাম বিভাগে ৬৭ জনের মধ্যে চট্টগ্রাম জেলায় আটজন, কক্সবাজারে ৩৬ জন, ফেনীতে দুইজন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১ জন।

খুলনা বিভাগে ১৩ জনের মধ্যে মাগুরায় পাঁচজন, নড়াইলে একজন ও কুষ্টিয়ায় সাতজন।

রাজশাহী বিভাগে ১৫ জনের মধ্যে নাটোরে একজন এবং পাবনায় ১৪ জন।

রংপুর বিভাগের দুইজন দিনাজপুরে।

বরিশাল বিভাগের নয়জনের মধ্যে ভোলায় তিনজন, পিরোজপুর চারজন, শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন।

ঢাকার বাইরে বেশি রোগী কক্সবাজার, চট্টগ্রাম ও পাবনায়।

চলতি বছরে ১৩ হাজার ৪৪০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৭৬২ জন। চিকিৎসাধীন ১ হাজার ৬২৮ জন। মৃত্যু হয়েছে ৫০ জনের।

 ভোরের আকাশ/আসা