আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২ ১৬:০০
করোনায় ছয়জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
ঢাকা: দেশে একদিনে করোনায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ২৯ হাজার ৩৫৯ জনের মৃত্যু হল।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮ টা থেকে তার আগের ২৪ ঘন্টায় ৫ হাজার ২৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।
দেশে এ পর্যন্ত ২০ লাখ ২২ হাজার ৪০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায় মৃত ছয়জনের মধ্যে পুরুষ তিনজন, নারী তিনজন।
ভোরের আকাশ/আসা