logo
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২ ১৬:৩৬
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৮২ জন
অনলাইন ডেস্ক

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৮২ জন

ঢাকা: দেশে ডেঙ্গুতে একদিনে আরও তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর । এ নিয়ে ডেঙ্গুতে ৫৩ জনের মৃত্যুর খবর দিলো অধিদপ্তর।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮ টা থেকে তার আগের ২৪ ঘন্টায় একদিনে ডেঙ্গু নিয়ে আরও ৪৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

এদেরমধ্যে ঢাকায় ৩৮২ জন এবং ঢাকার বাইরে ১৫৪ জন।

 

চলতি বছরের ডেঙ্গু নিয়ে ১৪ হাজার ৩৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ১১ হাজার ৭১ জন, ঢাকার বাইরে ৩ হাজার ২৯১ জন।

 

হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ৬১৭ জন। এরমধ্যে ঢাকায় ৯ হাজার ৭৫১ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৮৬৬ জন।

 

হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৬৯২ জন। এরমধ্যে ঢাকার ৫০টি সরকারী ও বেসরকারী হাসপাতালে ১ হাজার ২৯৪ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৩৯৮ জন।

 

ভোরের আকাশ/আসা