logo
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২ ১৭:১৩
পঞ্চগড়ে নৌকাডুবি
নিখোঁজদের অপেক্ষায় স্বজনরা
পঞ্চগড় প্রতিনিধি

নিখোঁজদের অপেক্ষায় স্বজনরা

পঞ্চগড়: পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে ৯০ কিলোমিটার দূরে মরদেহ পাওয়া গেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

 

রোববার বিকাল ৩টায় পার্শ্ববর্তী বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে আয়োজিত মহালয়ার উৎসবে অংশ নিতে বিভিন্ন এলাকার পুণ্যার্থীরা করতোয়া নদী পারাপারের জন্য মাড়েয়া আউলিয়া ঘাটে উপস্থিত হন। এই সময় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করলে মাঝপথে মোড় নিতে গিয়ে ডুবে যায়। ধারণা করা হচ্ছে, নৌকায় অন্তত শতাধিক যাত্রী ছিলেন।

 

এই দুর্ঘটনায় প্রথমদিনেই ঘটনাস্থলের আশপাশ থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিখোঁজদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায় বলেন, সোমবার সকাল পর্যন্ত জেলা প্রশাসনের জরুরি তথ্য কেন্দ্রে ৬০ জন নিখোঁজ ব্যক্তির তথ্য নিবন্ধন করেছেন তাদের আত্মীয়রা। আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

ভোরের আকাশ/আসা