ঢাকা: পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে এসে হামলার মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্যার এ এফ রহমান হলের সামনে দিয়ে ক্যাম্পাসে প্রবেশের সময় ছাত্রলীগের বাধার মুখে পড়ে ছাত্রদল। এসময় অতর্কিত হামলায় ছত্রভঙ্গ হয়ে যায় দলটির নেতা-কর্মীরা। এ ঘটনায় কয়েজন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রলীগ এখনো বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছে। থেমে থেমে ছাত্রলীগের নেতাকর্মীদের স্লোগান দিচ্ছে।
এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমকে জানিয়েছে- ছাত্রলীগের হামলায় অন্তত চারজন গুরুত্বর আহত হয়েছে। এছাড়া আরও অনেকে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন আছেন।
ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে- সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়া নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে ছাত্রদলের বিহরাগতরা ছাত্রলীগের উপর হামলা চালায়। পরে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রতিহত করে।
ভোরের আকাশ/জেএস/