logo
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১৯:২৪
প্রযুক্তি খাতে নারীদের সম্পৃক্ততা কম : অ্যাপল প্রধান
অনলাইন ডেস্ক

প্রযুক্তি খাতে নারীদের সম্পৃক্ততা কম : অ্যাপল প্রধান

ঢাকা: যুক্তরাজ্য সফরকালে এক অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক দাবি করেছেন, মানবতার ওপর প্রযুক্তির সার্বজনীনতা এবং প্রভাব এই খাতে নারীদের সম্পৃক্ততার ওপর নির্ভর করে। তবে প্রযুক্তি খাতে পর্যাপ্ত পরিমাণে নারী কর্মীর অংশগ্রহণ নেই। এর সমাধানে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে ভালো কোনো জবাব নেই। যেজন্য এ খাতে নারীদের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা রয়েছে।

 

সম্প্রতি যুক্তরাজ্যের নারী উদ্যোক্তা এবং অ্যাপ ক্রিয়েটরদের জন্য ফাউন্ডার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামে এক বিশেষ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে যুক্তরাজ্য গিয়েছেন তিনি। এসময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।

 

টিম কুক বলেন, প্রযুক্তি খুবই দারুণ একটা বিষয়- যা অনেক কাজ সম্পন্ন করে। কিন্তু কাজ করার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কম থাকার বিষয়ে আপনি কোন সমাধান নিয়ে আসতে পারবেন না। নারীদের অন্তর্ভুক্ত না করার পেছনে প্রতিষ্ঠানগুলোর কাছে ভালো কোনো যুক্তি নেই।

 

তিনি জানান, ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে অ্যাপলের মোট কর্মীদের মধ্যে ৩৫ শতাংশ নারী কর্মী রয়েছেন।

 

ভোরের আকাশ/জেএস/