ঢাকা:মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে শক্তিশঅলী ঘূর্ণিঝড় ইয়ান থেকে ফ্লোরিডাকে ঝুকিমুক্ত ঘোষণা করেছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টারের। সূত্র জানিয়েছে- ঘুর্ণিঝড়টি আরও উত্তরে চলে যাওয়ায় দক্ষিণ ফ্লোরিডা জুড়ে সতর্কতা বাদ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইট সম্পর্কে কোন তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
এর আগে ঘূর্ণিঝড় ইয়ান বধুবার স্থানীয় সময় বিকেলে জনবহুল উপসাগরীয় উপকূল অঞ্চল ফ্লোরিডায় আঘাত হেনেছে। ফলে ওই এলাকায় বন্যার প্রভাবে বসবাসকারীরা এক অর্থে ঘরবন্দি হয়ে পড়েছেন। আপতত অঞ্চলটিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে স্থানিয় প্রশাসন জানিয়েছে। এঘটনায় জ্যাকসনভিল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বৃহস্পতিবার বাতিল করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- ঘূর্ণিঝড় ইয়ান, মার্কিন যুক্তরাষ্ট্রে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলির মধ্যে একটি। যা দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডায় আঘাত হেনেছে। ফলে রাস্তা এবং ভবন প্লাবিত করেছে, এতে ১০ লাখেরও বেশি লোক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এছাড়া অঞ্চলটিতে অভ্যন্তরীণ বিপর্যযয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশ্লেষকরা দাবি করছেন- ‘অত্যন্ত বিপজ্জনক’ ৪ মাত্রার ঘূর্ণিঝড়টি বুধবার স্থানীয় সময় বিকাল ৩ টার পরে উপকূলে আঘাত হানে। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, প্রতি ঘন্টায় প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) বেগে অবিরাম বাতাস বয়ে চলেছে। ওই এলাকায় প্রবল বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি অব্যহত রয়েছে।
ভোরের আকাশ/জেএস/